চেন্নাই তে বসে আমার প্রথম সপ্তাহ চেন্নাই তে কেটে গেলো। এই অফিস তা আমার একদমি পছন্দ হয়নি। আমি এর মধ্যেই বলে রেখেছি যে আমি বেঙ্গালুরুতে ফিরে যাব তিন সপ্তাহ পরে। এর বেশি থাকা আমার পক্ষে সত্তি সম্বভ হবে না। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই এই দেখে যে মানুষ কত সহজে নিজেকে সইয়ে নিতে পারে। যখন চেন্নাই তে যাওয়ার কথা জেনেছিলাম মনে হয়েছিল ২ দিন থাকতে পারব না। কিন্তু ঠিক ৭টা দিন কেমন সুন্দর কাটিয়ে ফেললাম। আচ্ছা বেশ, সুখে আছি ইটা বলা ভুল হয়ে যাবে, তবে কাটিয়ে তো দিচ্ছি। এভাবে ঈশ্বরের কৃপায় যদি আর তিনটে সপ্তাহ কেটে যায় তবে রক্ষে। তারপর আমি বান্গালোরেতে গিয়ে ভগবানকে ধন্যবাদ জনাব। বেঙ্গালুরুতে আমি যে কত ভালো আছি সেটা আমি চেন্নাইতে এসে বুঝলাম।
Confessions of n00bs