Skip to main content

Posts

Showing posts from November, 2013

Sitting in Chennai

চেন্নাই তে বসে আমার প্রথম সপ্তাহ চেন্নাই তে কেটে গেলো। এই অফিস তা আমার একদমি পছন্দ হয়নি। আমি এর মধ্যেই বলে রেখেছি যে আমি বেঙ্গালুরুতে ফিরে যাব তিন সপ্তাহ পরে। এর বেশি থাকা আমার পক্ষে সত্তি সম্বভ হবে না।  মাঝে মাঝে আমি অবাক  হয়ে যাই এই দেখে যে মানুষ কত সহজে নিজেকে সইয়ে নিতে পারে।  যখন চেন্নাই তে যাওয়ার কথা জেনেছিলাম মনে হয়েছিল ২ দিন থাকতে পারব না। কিন্তু ঠিক ৭টা দিন কেমন সুন্দর কাটিয়ে ফেললাম।  আচ্ছা বেশ, সুখে আছি ইটা বলা ভুল হয়ে যাবে, তবে কাটিয়ে তো দিচ্ছি।  এভাবে ঈশ্বরের কৃপায় যদি আর তিনটে সপ্তাহ কেটে যায় তবে রক্ষে। তারপর আমি বান্গালোরেতে গিয়ে ভগবানকে ধন্যবাদ জনাব। বেঙ্গালুরুতে আমি যে কত ভালো আছি সেটা আমি চেন্নাইতে এসে বুঝলাম।

What you should and should not carry for a train journey in India

In India trains are a cheap and very efficient mode of transport. It is the largest railway network in the entire world. More number of people travel by train in India in a day than most other countries combined. Though they have a retro look, railways are fully functional and other than Wifi you get pretty much anything you usually get anywhere in the world. Of course, this depends on the class you travel in. If you are travelling in India for the first time, it would be best if you go for the 1st AC or the 2nd AC class. If you have travelled before you can go ahead and try 3rd AC or even the non AC Sleeper class. Beware of crowding in the sleeper class though. The cost of each class can be understood from the names. Irrespective of which class you are travelling in there are some things that you absolutely must carry with yourself. Wear Comfortable Casuals – This holds true for any part of the world and especially so for the hot and tropical weather of Ind...